কবিতা: বিভেদ কেন?

Posted by Tapan
কবিতা:-বিভেদ কেন?
কবি:-তপন চাকমা
==============
অতি ক্ষন জীবন বয়সে
জন্ম নিয়েছি পৃথিবীতে,
কেন করি এত বিভেদ?
পারিনা চলতে একসাথে।

আজ আছি কাল নেই
এটাই জগৎ নীতি,
তবুও কেন বিভেদে মরি
একি জীবনের রীতি?

জগৎ পরিচয়ে মানুষ মোরা
রক্ত মোদের লাল,
ধনী গরীব সবাই সমান
মোদের জীবন বিশাল।

ওরে মহা মানুষ প্রাণী
বিভেদ যাও ভূলে,
অশান্তিকে দাও ছূঁড়ে ফেলে
শান্তি নাও তুলে।

Comments

Populer Post

ভূ-রাজনীতির ডামাডোলে পাহাড়ে পোশাকি ঐক্যর ফেরিওয়ালারা বেশ সরগরম

পাহাড়ে অভাব,অনতন,বৈষম্য ও করোনা ভাইরাস:একটি প্রাসঙ্গিক ভাবনা| Tapan's Blog

একটি আদিবাসী মায়ের কান্না| Tapan's Blog