দেশের সমস্ত গণশ্রমজীবি কারখানা ও পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা জরুরী
দেশের সকল গণশ্রমজীবি কলকারখানা ও পর্যটন কেন্দ্র এখনো বন্ধের ঘোষণা দেয়া হয়েছে কিনা(?) বিশেষ করে পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো। করোনা'র প্রভাবে দেশের স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো। কিন্তু এখনো বন্ধ করে দেয়া হলোনা গণশ্রমজীবি কলকারখানা ও পর্যটন কেন্দ্রগুলো!!!
অর্থনৈতিক সংকটের ভয়ে দেশের গণশ্রমজীবি কারখানার এতগুলো মানুষের জীবন অনিশ্চয়তার মূখোমূখী করার কোন মানে হয়না। মানুষগুলো বেঁচে থাকলে তবেই তো অর্থনৈতিক ভিত্তি শক্তিশালি অবস্থানে দাড়াবে। দেশের অর্থনৈতিক অবস্থানকে গতিশীল রাখতে হলে আগে দেশের মানুষদের বাঁচাতে হবে। দেশের মানুষদের জীবন অনিশ্চয়তার মূখে পতিত করে অর্থনৈতিক ভিত্তি গতিশীল রাখার চিন্তা করা অনর্থক। করোনা'র এই প্রভাবিত পরিস্থিতিতে শ্রমজীবি মানুষগুলোর কথা বাদ দিয়ে কেবল স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করলে হবেনা। শ্রমজীবি মানুষগুলোর নিরাপত্তার স্বার্থে দেশের সকল কলকারখানাগুলোও অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষণা করা জরুরী।
স্কুল, কলেজ বন্ধ ঘোষণা হওয়ার পরপরই দেখা যাচ্ছে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ব্যাপক আনাঘোনা। প্রবাসীরা বিদেশ থেকে দেশে ফিরছে। অবসর সময়ে তাদের প্ল্যানিং তারাও কোন একটি আকর্ষণীয় পর্যটন ঘুরতে যাবে। বিশেষত তাদের আকর্ষণ পার্বত্য জেলার পর্যটন গুলোর দিকে। গত ক'দিন আগেও ফেইসবুকে দেখলাম একদল প্রবাসী বান্দরবানের পর্যটন গুলো উপভোগ করতে বেড়িয়ে পরেছিলো আল্লাহর নাম নিয়ে! আগে থেকেই নাকি তাদের প্ল্যানিং করা ছিলো তাই করোনা'র এই প্রভাবিত অবস্থাতেও তারা প্ল্যানিং গুটিয়ে রাখার প্রয়োজনীয়তা মনে করেনি। পার্বত্য অঞ্চলে প্রতিদিন কতশত পর্যটক আসবে, যাবে। দিনশেষে অনিশ্চিৎ জীবনের উপত্যকায় গিয়ে দাড়াতে হবে পাহাড়ের সাদামাটা পাহাড়ী মানুষগুলোকে। কোনভাবে করোনা'র প্রভাব পাহাড়ে সংক্রামিত হতে পারলে নিঃসন্দেহে পাহাড়ের পাহাড়ী মানুষগুলো খুব সহজভাবে মারা পরবে। কারণ তুলনামূলকভাবে দেশের সমতল থেকে পাহাড়ের চিকিৎসা প্রযুক্তির ব্যাবস্থা অত্যন্ত নাজুক। পাহাড়ে নেই কোন চিকিৎসকের দক্ষ জনবল, নেই কোন চিকিৎসা প্রযুক্তির পরিপূর্ণ অবকাঠামো।
সুতরাং, শধুমাত্র স্কুল, কলেজ নয়। দেশের সামমগ্রীক স্বার্থে, দেশের গণমানুষের স্বার্থে স্কুল, কলেজ বন্ধের পাশাপাশি জনসমাগমমূখী সমস্ত জায়গা প্রতিষ্ঠান সহ কলকারখানা ও পর্যটন কেন্দ্রগুলোও অনির্দিষ্টকালের জন্যে বন্ধের ঘোষণা করা হোক।
Comments
Post a Comment
Why?